1. akashcoxmorning@gmail.com : admin :
সদ্য পাওয়া:
রামুতে এলাকাবাসীর ভালবাসায় সিক্ত হলেন প্রবাস ফেরৎ হাফেজ ওসমান সাংবাদিক হ’ত্যা’চেষ্টা মামলায় কৈয়ারবিল ইউনিয়নের চেয়ারম্যানের জামিন নামঞ্জুর সাংবাদিক হ’ত্যা’চেষ্টা মামলায় কৈয়ারবিল ইউনিয়নের চেয়ারম্যানের জামিন নামঞ্জুর মাদকের সঙ্গে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ যুবলীগ নেতার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন Kids Nasheed Academy ,এর ২০২৪ সেশনের সেট-আপ সম্পন্ন হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে বিধবা নারীকে ধ’র্ষ’ণের অভিযোগ। হ্নীলা পানখালীতে ভিডিও কলে এসে স্কুল শিক্ষার্থীর আ’ত্ম’হ’ত্যা কাটাখালী রওজতুন্নবী (সঃ) দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থিদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন আশ্রয়ের নামে ঢুকে পড়েছে মিয়ানমারের ১৪ গোয়েন্দা রামু জনস্বাস্থ্য অফিসের কর্মচারী ইফতেখারের বদলী বাতিলের দাবী

দোকানে ঢুকে স্বর্ণালংকার লুটে আটজন গ্রেপ্তার

  • আপলোড সময় : Thursday, June 15, 2023

রাজধানীর ভাটারা থানার মাদানি অ্যাভিনিউয়ের একটি সোনার দোকানে চুরির ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিবি ঢাকার একটি দল গতকাল বুধবার কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ২ ভরি চোরাই সোনা, সোনা বিক্রির ১২ লাখ টাকা, চুরির কাজে ব্যবহৃত তালা কাটার যন্ত্রপাতি উদ্ধার করেছে।

গ্রেপ্তার চোর চক্রের সদস্যরা হলেন মো. শরিফ ওরফে জামাই শরিফ, আমির হোসেন ওরফে মোটা আমির, ইয়াছিন আরাফাত মোল্লা ওরফে কানা মোটা ইয়াছিন, মো. ফারুক , নুরে আলম সুমন ওরফে ডিবি সুমন, আবদুল্লাহ আল মামুন ওরফে আবদুল্লাহ, মোকাররম হোসেন ওরফে রুবেল ওরফে মনির হোসেন ওরফে মনু ও মো. পারভেজ।

আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে ডিবির লালবাগ বিভাগের উপকমিশনার মশিউর রহমান বলেন, গত ১৪ এপ্রিল বেলা সোয়া একটার দিকে ভাটারা থানার মাদানি অ্যাভিনিউয়ে হাজী ম্যানশনের নিচতলার নূর জুয়েলার্সের মালিক ও কর্মচারীরা দোকানে তালা লাগিয়ে পাশের মসজিদে জুমার নামাজ পড়তে যান। সেখান থেকে বেলা পৌনে দুইটার দিকে দোকানে ফিরে দেখতে পান, দোকানের কলাপসিবল গেট ও শাটারে লাগানো তালাগুলো কাটা। স্বর্ণালংকারের বাক্সগুলো এলোমেলো অবস্থায় পড়ে আছে। দোকানের ট্রেতে রাখা কোনো স্বর্ণালংকার আর নেই। বাদী ও তাঁর কর্মচারীরা আশপাশের দোকানদারের উপস্থিতিতে হিসাব-নিকাশ করে দেখতে পান যে প্রায় ১৮৬ ভরি স্বর্ণালংকার এবং ক্যাশে থাকা ৫০ হাজার টাকা খোয়া গেছে। ওই ঘটনায় মামলা হওয়ার পর ভাটারা থানা-পুলিশের পাশাপাশি ডিবি লালবাগের আঞ্চলিক দল মামলাটির ছায়া তদন্ত শুরু করে। দুই মাস ছায়াতদন্তের একপর্যায়ে ভিডিও ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং বিশ্বস্ত তথ্যদাতার মাধ্যমে চোরদের শনাক্ত করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা ইতিপূর্বে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও থানার মানি এক্সচেঞ্জ, সোনার দোকান, টায়ার টিউবের আড়ত, লাইট হাউসে বিশেষ কায়দায় তালা কেটে, শাটার ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন....
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০১৯ কক্স মর্নিং
Site Customized By NewsTech.Com