1. akashcoxmorning@gmail.com : admin :
সদ্য পাওয়া:
রামুতে এলাকাবাসীর ভালবাসায় সিক্ত হলেন প্রবাস ফেরৎ হাফেজ ওসমান সাংবাদিক হ’ত্যা’চেষ্টা মামলায় কৈয়ারবিল ইউনিয়নের চেয়ারম্যানের জামিন নামঞ্জুর সাংবাদিক হ’ত্যা’চেষ্টা মামলায় কৈয়ারবিল ইউনিয়নের চেয়ারম্যানের জামিন নামঞ্জুর মাদকের সঙ্গে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ যুবলীগ নেতার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন Kids Nasheed Academy ,এর ২০২৪ সেশনের সেট-আপ সম্পন্ন হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে বিধবা নারীকে ধ’র্ষ’ণের অভিযোগ। হ্নীলা পানখালীতে ভিডিও কলে এসে স্কুল শিক্ষার্থীর আ’ত্ম’হ’ত্যা কাটাখালী রওজতুন্নবী (সঃ) দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থিদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন আশ্রয়ের নামে ঢুকে পড়েছে মিয়ানমারের ১৪ গোয়েন্দা রামু জনস্বাস্থ্য অফিসের কর্মচারী ইফতেখারের বদলী বাতিলের দাবী

হোয়াইক্যংয়ে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মরহুম সাংবাদিক ছৈয়দ হোছাইন এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

  • আপলোড সময় : Sunday, August 13, 2023

টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক আজকের কক্সবাজার বার্তার সাবেক সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব ছৈয়দ হোছাইন স্বরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল ১৩ আগষ্ট
রবিবার বিকাল ৩ টায় হোয়াইক্যং বিজিবি চেকপোস্ট সংলগ্ন হোটেল ক্যাফে আসফা রেষ্টুরেন্ট এর হল রুমে অনুষ্ঠিত হয়। টেকনাফ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক কক্সবাজার৭১ এর সহ-সম্পাদক আলহাজ্ব মোঃ তাহের নঈম এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে টেকনাফের প্রবীণ সাংবাদিক হাফেজ মোঃ কাশেম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

স্যাটেলাইট টেলিভিশন দেশ টিভির প্রতিনিধি আবছার কবির আকাশের সঞ্চালনা ও সাংবাদিক সাইফুদ্দিন আল মোবারকের কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে টেকনাফ প্রেসক্লাবের সদস্য ও টেকনাফ সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম সাইফী,
আর টিভির টেকনাফ প্রতিনিধি নুরতাজুল মোস্তফা শাহিন শাহ, কক্সবাজার জেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক জাহেদ হোসেন, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন, সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিয়াবুল হক জিয়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এতে অন্যান্যদের মধ্যে সংবাদকর্মী ওমর ফারুক,খোরশেদ আলম,ফারুক বাবুল,নুরুল আবছার, আলমগীর আজিজ,জাহেদ হোসেন,জসিম উদদীন ইমন,ফরহাদ মাহমুদ, মো: ইসহাক,শফিকুল ইসলাম জিসান,আরিফুল্লাহ,উলফাতুল মোস্তফা রানা,মামুন উররশীদ প্রমুখ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মরহুম ছৈয়দ হোছাইন সাংবাদিক জগতের বীর পুরুষ ছিলেন। তার সাহসী সাংবাদিকতায় টেকনাফের সকল শ্রেনীর মানুষ উপকৃত হয়েছে। মরহুম ছৈয়দ হোছাইন সাংবাদিকতার পাশাপাশি সামাজিক নানা কর্মাকান্ডে অবদান রেখে গেছেন।
প্রধান অতিথির বক্তৃতায় হাফেজ মোঃ কাশেম বলেন, প্রয়াত সাংবাদিক ছৈয়দ হোছাইন এর মৃত্যুতে আমরা শোকাভিভূত। ক্ষণিকের দুনিয়ায় সকল ভেদাভেদ ভূলে গিয়ে টেকনাফের কর্মরত সকল সংবাদকর্মীদের একই প্লাটফর্মে এসে ঐক্য বদ্ধ হওয়ার আহবান জানান। তিনি বলেন,ঐক্যবদ্ধ হওয়ার এখনই উপযুক্ত সময়। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম সাইফী। সভা শেষে সকলের মাঝে তবরুক বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন....
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০১৯ কক্স মর্নিং
Site Customized By NewsTech.Com